সারাদেশে করোনা আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গেল ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৫৮০ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ১১৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭১৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৯০৮ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখন চার লাখ ৬০ হাজার ৬১৯ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ২০৯ জনসহ এ পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ৭৫ হাজার ৮৮৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।















