সারাদেশে করোনায় একদিনে আরো ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ৪৬২ জন

- আপডেট সময় : ০৬:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সারাদেশে করোনায় একদিনে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৮২ জনে। আর ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৬২ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। এ সময় দেশে আরো একটি করোনা পরীক্ষাগার সংযোজিত হওয়ার কথা জানান তিনি।
করোনা শনাক্তের ১০৯তম দিনেও সংক্রমণ একটুও কমেনি। দেশে করোনা সংক্রান্ত তথ্যের সবশেষ বুলেটিনেও উঠে এসেছে ক্রমাগত পরিস্থিতির অবনতির তথ্য।
২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৯ জন নারী। বিভাগ বিভাজনে ঢাকা রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, আরও একটি করোনা পরীক্ষাগার যোগ করা হয়েছে।
বরাবরের মতই করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।