সারাদেশে করোনায় আজ আরও ৬৩ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সারাদেশে করোনায় আজ আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে। এ সময়ে নমুনা পরীক্ষায় নতুন আরও সাত হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।
এর আগে বৃহস্পতিবার দেশে রেকর্ড সংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি-বেসরকারি ২৪৩টি ল্যাবরেটরিতে এদিন ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা হয়। এ সময়ে সুস্থ হয়েছেন তিন হাজার ৫১১ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ শতাংশ। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ শতাংশ। মৃত্যু হার ১ দশমিক ৪৩ শতাংশ।

















