সারাদেশে এক সপ্তাহের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সারাদেশে এক সপ্তাহের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৫ এপ্রিল সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনের সময় সব ধরণের গণপরিবহন এবং শপিংমল বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সীমিত পরিসরে কাঁচাবাজার খোলা থাকবে।সন্ধ্যা ৬ টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। হোটেল রেস্তোরায় বসে খাবার খাওয়া যাবে না। ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চলবে। সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় চলবে সব অফিস। যেসব অফিস-কারখানা খোলা থাকবে তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা-নেয়া করতে হবে।