সারাদেশে একদিনে করনোয় সর্বোচ্চ ৬৬৫ জন রোগী শনাক্ত
- আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
সারাদেশে একদিনে করনোয় সর্বোচ্চ ৬৬৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৫৫ জন।একই সময়ে করোনায় মারা গেছেন আরও ২ জন; আর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৩ জন সুস্থ্য হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ বাড়বে বলেও হুঁশিয়ারি দেন ডা. নাসিমা সুলতানা।
সময় যত গড়াচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে ততই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ।
এমন বাস্তবতায় করোনা চিকিৎসার সবশেষ তথ্য তুলে ধরতে স্বাস্থ্য অধিদফতরের এই অনলাইন ব্রিফিং। শুরুতেই করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের ও নতুন করে মৃতের তথ্য দেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক।
স্বাস্থ্যবিধি না মানলে, সংক্রমণের হার বাড়বে বলেও হুশিয়ারি দেন তিনি।
বিভিন্ন হাসপাতালের দেয়া তথ্যের আলোকে, করোনা থেকে সুস্থ্যতার তথ্য জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
গেল ২৪ ঘন্টায় মুঠোফোনে সাহায্য প্রার্থীদের সংখ্যাও তুলে ধরেন, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।























