সারওয়ানকে নিয়ে করা মন্তব্যে শাস্তি পেতে পারেন ক্রিস গেইলে

- আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রামনরেশ সারওয়ানকে নিয়ে ক্রিস গেইলের করা মন্তব্যে’র রেশ কাটেনি এখনো। শাস্তি পেতে পারেন ইউনিভার্স বস, এমন ইঙ্গিতই দিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট।
এক ভিডিও বার্তায় সারওয়ানকে সাপ ও করোনাভাইরাসের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন গেইল। এমন সমালোচনাকে ভালোভাবে নেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। ত্রিনিদাদের একটি রেডিও সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জানান, দেশের ক্রিকেটের জন্য এমন মন্তব্য কখনই ভালে কিছু বয়ে আনবে না। তাই ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন আচরণ মেনে নেবে না বোর্ড। গেইলের এমন মন্তব্যের বিষয়ে বোর্ডে আলোচনা চলছে বলেও জানান রিকি স্কেরিট। সিপিএরে জ্যামাইকা হয়ে খেলেছেন গেইল। সে দলের সহকারী কোচ ছিলেন সারওয়ান। তিন বছরের চুক্তি থাকলেও ২ বছরের আগেই গেইলকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। যার কারণ হিসেবে সারওয়ানকে দায়ী করেছেন গেইল।