সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী, ঝিনাইদহ, মানিকগঞ্জ ও শেরপুরে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী, ঝিনাইদহ, মানিকগঞ্জ ও শেরপুরে আজও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রাজশাহীতে মানব বন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেন, ধর্মকে পুঁজি করে সংঘটিত সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে। সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ারও দাবি জানান তারা।
ধর্মীয় অনুভুতিতে আঘাত ও শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানিকগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ। সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও প্রগতিশীল গণসংগঠনসমূহের জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এই সমাবেশ ও বিক্ষোভ হয়।
দোষীদেরকে খুজে বের করে ফাঁসির দাবিতে শেরপুরে মানব বন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।