সাম্প্রতিক অগ্নিকান্ডে নাশকতার তথ্য গোয়েন্দাদের হাতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা এমনটায় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।
তিনি বলেন, যারা এমনটি করছে তাদেরকে সেই আগুনেই পুড়তে হবে। রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে। তিনি আগুন নিয়ে না খেলতে বিএনপির প্রতি হুঁশিয়ারী দেন।