সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
করোনা প্রাদুর্ভাবে কর্মহীন নিঃস্ব পরিবারের পাশে দাঁড়াতে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলে খুব দ্রুতই এই প্রানঘাতি ভাইরাস থেকে দেশ মুক্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে শহীদ মুক্তিযোদ্ধা লেফটেনান্ট শেখ জামাল এর ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালীতে আই পি এইচ স্কুল ও কলেজ মাঠে শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে ৭শ’ পরিবারকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরন করা হয়। এসময় বনানী থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।


















