সাভারে ৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাভারে ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। দলের সহ-সভাপতি আজহারুল ইসলাম সুরুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। যথাযোগ্য মর্যাদায় অগ্নিঝরা মার্চের দিনটি উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীতসহ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মঞ্জুরুল আলম রাজীব। এর আগে বিরুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতাদের পরিচয়পর্ব শেষে ফুল দিয়ে বরণ করা হয়।
















