সাভারে স্বামী-স্ত্রী, সন্তানসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা

- আপডেট সময় : ০১:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ২১১২ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী, সন্তানসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হোসেনের মালিকানাধীন পাঁচতলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। নিহতরা হলেন, মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও এবং শাহিদার বাড়ি রাজশাহী জেলায়। এই দম্পতি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক জোহাব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বিছানার উপর পড়েছিলো মা ও ছেলের লাশ। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায় মোক্তার হোসেনের মরদেহ। তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা তদন্তে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।