সাভারে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ২১১৭ বার পড়া হয়েছে
নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন।
এ উপলক্ষে সকালে সাভারের শিমুলতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ রেলি বের করে সাভার উপজেলা ও আশুলিয়া থানা যুবলীগ। আনন্দ রেলিটি ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল। এছাড়া রেলিতে ঢাকা জেলা যুবলীগ নেতা আবু আহমেদ তৌফিক প্রবাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, আশুলিয়া থানা যুবলীগ নেতা রাজু আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।