সাভারে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত

- আপডেট সময় : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সাভারের বলিয়াপুরে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় দুই বাসসহ ট্রাকের আরও প্রায় ৩০ জন আহত হয়েছে। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় ইউটার্নে একটি যাত্রবাহী বাস টার্ন নেওয়ার জন্য ঘুরছিল। এসময় গরু বোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুইজন মারা গেছে।
গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারনা শেষে মজনু চৌধুরী, জাকির মোল্লা ও শিবু বিশ্বাস মোটর সাইকেলে করে লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠেছিলেন।এ সময় রাজীব পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মজনু ও জাকির মারা যান বলে পুলিশ জানায়। আহত শিবু হাসপাতালে ভর্তি রয়েছে।