সাভারে গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী আটক
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সাভারে সামিয়া রহমান নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী সাদমান সাকিব হৃদয়কে আটক করেছে পুলিশ।
নিহতের মামা আশিকুর রহমান বলেন, রাতে পারিবারিক কলহের জের ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় সামিয়াকে ওড়না পেঁচিয়ে হত্যা করে ঘরে ঝুলিয়ে রাখে স্বামী সাদমান। পরে প্রতিবেশীরা ওই গৃহবধুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নিহতের স্বামী হৃদয়কে।

 
																			 
																		























