সাভারে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
পৌর এলাকার কামাল গার্মেন্টস রোড, ওয়াপদা রোড, বিনোদবাইদ এবং বনপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত সদস্য। দীর্ঘদিন ধরেই এই গ্যাংয়ের সদস্যরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ নানা অপরাধে জড়িত। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়েছে। আটক ছয়জনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়েছে।
মাদারীপুরের রাজৈরে সালাম শেখ হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য দেন।