সাভারে উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার ধারাবাহিকতায় উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু সহিঞ্চু সবুজ পরিবেশ বিনির্মানের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ৩টি বৃক্ষচারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় তিনি নিজ নিজ এলাকায় রোপণের জন্য প্রত্যেক জনপ্রতিনিধির হাতে ৩টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। জনপ্রতিনিধিদের মাঝে এ সময় ৫শ’ চারা বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদ সদস্যবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















