সাভারের ভাকুর্তায় এক মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
সাভারের ভাকুর্তায় এক মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মেম্বার প্রার্থী আবুল হোসেন জানান, গেলো রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর ভাই আবু তাহের ও ইকবাল হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে তার নির্বাচনী কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়। তবে এসময় কার্যালয়ে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে, থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।























