সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর জানাজা সম্পন্ন
- আপডেট সময় : ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর জানাজা সম্পন্ন হয়েছে। এসময় তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৈয়দ মোয়াজ্জেম আলীর প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকার কূটনীতিক কোরের ডিন ও ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান অবিস্মরণীয়। সৈয়দ মোয়াজ্জেম আলী সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।




















