সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান দম্পতির বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারির আদেশ

- আপডেট সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১১ বার পড়া হয়েছে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের একটি আদালত এ আদেশ দেয়। এদিকে, গেলো রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় জাবেদের গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি উদ্ধারের কথা জানিয়েছে দুদক।
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের নামে ভুয়া ঋণ অনুমোদন করিয়ে ২৫ কোটি টাকা আত্মসাত করেন।এ অভিযোগে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার আদেশ দেন চট্টগ্রামের সিনিয়র মেট্রোপলিটন স্পেশাল জজ মো.আবদুর রহমানের আদালত।
এদিকে, জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার ভোর রাতে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। দুদক কর্মকর্তারা জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশিয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তার বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়।
এর আগে গত বুধবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক।