সাপ্তাহিক ছুটির দিনে হ্রদ-পাহাড়ের দেশ রাঙামাটিতে পর্যটকের ঢল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সাপ্তাহিক ছুটির দিনে হ্রদ-পাহাড়ের দেশ রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। সকাল থেকে জেলার পর্যটন স্পটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
শীতের শেষে বসন্তের ছোঁয়ায় নতুন রূপে সেজেছে পাহাড়ের প্রকৃতি। ফুলে ফুলে ভরে উঠেছে বন-বনানী। বইছে বসন্তের হাওয়া। দেশের বিভিন্ন অঞ্চলের কর্মব্যস্ত মানুষ অবকাশ যাপনে যেন প্রকৃতির কোলে ঝাঁপিয়ে পড়েছে। কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্না, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সাজেক ভ্যালীসহ দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়িয়ে সময় পার করছেন পর্যটকরা। সংশ্লিষ্টরা জানান, জেলার আবাসিক হোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ কক্ষ পরিপূর্ণ। বেচাকেনা বেড়েছে পর্যটন ব্যবসায়।

























