সানোয়ারা গ্রুপের পরিচালক মজিবুর রহমানের চট্টগ্রামের বাসার ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৬৯২ বার পড়া হয়েছে
সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে- সানোয়ারা গ্রুপের পরিচালক মজিবুর রহমানের চট্টগ্রামের বাসার ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সকালে নগরীর সানোয়ারা আবাসিক এলাকার ওই বহুতল ভবনে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে কর্ণফূলীর একটি বিশেষ টিম। এর আগে বৃহস্পতিবার ওই ভবনে অবৈধ সংযোগ দেয়ার অভিযোগে মামলা দায়ের করে দুদক। দুপুরেই ওই মামলায় গ্রেফতার করা হয় কর্ণফূলী গ্যাসের ইঞ্জিনিয়ার এণ্ড সার্ভিসেস বিভাগের জিএম সারোয়ার হোসেনসহ বর্তমান ও সাবেক তিন কর্মকর্তাকে। অবৈধ ওই সংযোগের গ্রহীতা মজিবুর রহমানকেও গ্রেফতার করতে কয়েক দফায় অভিযানও চালায় দুদক। প্রতিষ্ঠানটির অব্যাহত চাপে অবশেষে ভবনের অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করলো দুদক।