সাধারণ মানুষের কষ্ট লাঘবে দ্রব্যমূল্য কমিয়ে আনার উপায় খুঁজতে হবে : প্রধানমন্ত্রী
																
								
							
                                - আপডেট সময় : ০১:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
 - / ১৭১৩ বার পড়া হয়েছে
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে দ্রব্যমূল্য কমিয়ে আনার উপায় খুঁজতে হবে। লালফিতার দৌরাত্ম্য যেন না থাকে, সেজন্য ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ব্যবসায়ীদের কাজ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সরকার সব ধরণের সুযোগ সুবিধা দেবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের সার্বিক উন্নতি কামনা করে প্রধানমন্ত্রী বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, মহামারীর সময় পুরো বিশ্ব মুখ থুবড়ে পড়লেও বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা ছিলো। তবে বর্তমান বৈশ্বিক সংকটে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
																			
																		













