সাধারণ ছুটি ঘোষণার পর রাজধানী ঢাকা ছাড়ছে হাজারো মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে দেশে সাধারণ ছুটি ঘোষণার পর রাজধানী ঢাকা ছাড়ছে হাজারো মানুষ।
সকাল থেকে মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে ছিল ঘরমুখো যাত্রীদের উপচে’ পড়া ভীড়। বাড়তি চাপ ছিলো দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া বাসের কাউন্টারগুলোতেও। তবে বেশীরভাগ যাত্রীদেরই ছিলো না কোন ধরনের সুরক্ষা সরঞ্জাম। এছাড়া সরকারের পক্ষে থেকে জনসমাগম নিষিদ্ধ করা হলেও সেই নিষেধাজ্ঞাও মানেননি কেউ। তবে বিকেল ৩টার পর বেশকিছু পরিবহনের টিকেট বিক্রি বন্ধ করে দেয়ায় অনেকেই টিকেট সংগ্রহ করতে না পেরে হতাশ হয়ে পড়েন। সরকারের ঘোষণা অনুযায়ী আজ রাত ১২টার পর থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিভিন্ন গণপরিবহন।