সাদামাটাভাবেই অ্যান্টিগা টেস্টের প্রথম দিন কাটিয়েছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সাদামাটাভাবেই অ্যান্টিগা টেস্টের প্রথম দিন কাটিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনশেষে ইংলিশদের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮ রান।
অ্যান্টিগায় টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দুই ওপেনার- অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলির ব্যাটে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১৭ রানে এই দুই ওপেনারের উইকেট হারায় ইংলিশরা। অধিনায়ক জো-রুট ও ড্যান লরেন্সও ফিরেছেন দ্রুত। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ইংল্যান্ড। পরে ইংল্যান্ডের মান বাঁচান জনি বেয়ারস্টো, বেন স্টোকস ও বেন ফোক্স। ৩৬ রানে আউট হন স্টোকস, ৪২ রানে আসে ফোক্সের ব্যাট থেকে। তবে, সেঞ্চুরি তুলে ১০৯ রানে অপরাজিত আছেন জনি বেয়ারস্টো। ২৪ রানে সঙ্গী ক্রিস ওকস। দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, সিডেন সিলস ও জেসন হোল্ডার। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।










