সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও হল ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে ফের নীলক্ষেত মোড়ে অবস্থান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও হল ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত। অচিরেই পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে চলমান পরীক্ষা শেষ করার দাবি জানান তারা। একই দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
















