সাতাশ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ২১৪৩ বার পড়া হয়েছে
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। সোমবার পুরো তফসিল ঘোষনা করবে ইসি।
দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে, সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান। আগামী ২৯ ডিসেম্বর ৫ পৌরসভা ও ১১ ইউনিযন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আর এসব নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের দিন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, সরকার দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছে। আইন অনুযায়ী সরকারের দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবেন।























