সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইন্টার্ন ডাক্তাররা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও গত পাঁচ বছরের মধ্যে জরুরী বিভাগ চালু করা হয়নি। জরুরী বিভাগ চালু না থাকায় খাতা কলমে শিক্ষাগ্রহন করতে হচ্ছে। প্রাকটিকালে হাতে কলমে শিখতে পারছি না। এখানকার দায়িত্বে থাকা চিকিৎসকরা ক্লিনিক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে জরুরী বিভাগ চালু করছে না। বিক্ষোভকারিরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য সকল ডাক্তারকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় তারা হাসপাতালের কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।



















