সাতক্ষীরায় ১০ কেজি হরিণের মাংসসহ এক চোরাকারবারী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ধলের খালের মুখ থেকে ১০ কেজি হরিণের মাংসসহ এক চোরাকারবারীকে আটক করেছে বন বিভাগ।
গেলো রাত ১টার দিকে কৈখালী বন বিভাগের সদস্যরা জব্বার নামে ওই কারবারীকে আটক করে। এসময় তার কাছে ১০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবনে হরিণ শিকারের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জব্বারকে নিয়ে সুন্দরবনের গহীনে বিভিন্ন স্থানে অভিযান চালায় বন বিভাগ।