সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনির উপজেলার কাদাকাটির হলদেপোতা নদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকালে পূর্ব কাদাকাটি সার্বজনীন দুর্গা মন্দিরের কর্তৃপক্ষের আয়োজনে ৬টি দল অংশগ্রহণ করে। আশাশুনির খাসেরাবাদ নৌকাবাইচ প্রথম, তালা উপজেলার ষষ্ঠ গ্রাম ও জমা কালী যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করে। নৌকাবাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন পূর্ব কাদাকাটি দুর্গা মন্দিরের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষীকান্ত মন্ডল। এ সময় নদীর দুই ধার জড়ো হয়ে হাজার হাজার নারী-পুরুষ নৌকাবাইচ উপভোগ করেন।