সাতক্ষীরায় মাছ চাষ না করেও সরকারি প্রণোদনা পেলো মৎস্য অফিস কর্মচারির আত্মীয়-বন্ধুরা
- আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় মাছ চাষ না করেও, সরকারি প্রণোদনা পেয়েছে তালা মৎস্য অফিসের কর্মচারির আত্মীয় ও বন্ধুরা। টাকা পেয়েছেন একই এলাকার ২৫ জন। কিন্তু, করোনায় বিপর্যস্ত প্রকৃত চাষিদের বড় অংশই টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে।অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
সাতক্ষীরায় ৬৬ হাজার ৮১৪টি গলদা ও বাগদা চিংড়ি ঘের রয়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিদের প্রনোদনা দেয়ার ঘোষনা দেয় সরকার। সে লক্ষ্যে জেলার ২০ হাজার চাষির নামের তালিকা তৈরি করে মৎস্য বিভাগ। এতে স্থান পায় তালা উপজেলার দু’হাজার ৯৬৭ জন চাষী। তাদেরকে ১০ হাজার থেকে শুরু হরে ১৮ হাজার টাকা নগদ,বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছে সংশিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে ঘের মালিকদের তালিকা করার কথা ছিল। কিন্তু, মৎস্য বিভাগ নিজেদের ইচ্ছামতো করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘের ছাড়াও টাকা পেয়েছে বলে ক্ষোভ জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা দাবি করেন, ঘেরের দাগ নাম্বার ও লোকেশন ধরে তালিকা তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্পে এমন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি করেছে সাতক্ষীরাবাসী।























