সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ১২ জনকে বিনাশ্রম কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ১২ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় ১ হাজার ৪’শ কেজি চিংড়ি।
উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী’র ভ্রাম্যমান আদালতে চিংড়ি মালিকদের ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেয়আ হয়। এসময় উপস্থিত ছিলেন, রেব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব, জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।