সাতক্ষীরায় আমনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে
- আপডেট সময় : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় আমনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। শেষ মুহূর্তে কারেন্ট পোকার আক্রমণে শতশত বিঘা জমির ধান শুকিয়ে মারা যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্থ ব্রি-২৮ জাতের ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে উপজেলা কৃষি অফিস।
বাতাসে দোল খাওয়া আশা জাগানিয়া ধান ক্ষেত। হঠাৎ দেখে ক্ষতির পরিমাণ বোঝার উপায় নেই। মাত্র এক সপ্তাহের মধ্যে শুকিয়ে চিটা হয়ে গেছে এগুলো। তালা উপজেলার কয়েকটি বিলের জমিতে কারেন্ট পোকা নামের ছত্রাকের আক্রমণে শতশত বিঘা জমির ধান শুকিয়ে মারা গেছে।
দিন যতই গড়াচ্ছে ক্ষতিগ্রস্ত জমির পরিমানও বাড়ছে। আগাম জাতের ব্রি ২৮ ধানের ক্ষেত শুকিয়ে মারা গেছে। শেষ সময়ে ওষুধ দিয়েও কোনো কাজ হয়নি বলে জানায় কৃষক। ধার-দেনার মাধ্যমে ধান চাষ করে এখন ক্ষতির মুখে পড়েছে তারা।
ক্ষতিগ্রস্থ ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে উপজেলা কৃষি অফিস।
ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশা করে কৃষক।

















