সাতক্ষীরায় অভিযানে একটি নাইন এমএম পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি খালি ম্যাগজিন উদ্ধার করেছে- বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালীর খালমুখ কবরস্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম বিদেশী পিস্তল, নয় রাউন্ড গুলি এবং দুটি খালি ম্যাগজিন উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগজিন কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।























