সাতক্ষীরার বিনোদন স্পটে পবিত্র ঈদ আযহা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীদের ঢল
- আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার বিভিন্ন স্পটগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে সব বয়সের আনন্দ পিপাসু মানুষের পদচারনায় মুখরিত। সাতক্ষীরার বিনোদন স্পটে পবিত্র ঈদ আযহা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে। অন্যদিকে, জমে উঠেছে শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র নেত্রকোণার কিড্ডি কিংডম পার্ক।
ঈদ মানেই আনন্দ। ছুটে বেড়ানো। সে কর্মস্থলেই হোক। কিংবা নিজ বাড়িতে। সাতক্ষীরাবাসীরাও সেদিকে পিছিয়ে নেই। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ, মোজাফফর গাডেন এন্ড রিসোর্ট, লেকভিউসহ এসব পিকনিক স্পট গুলোতে ঈদের কদিনে দেখা গেছে প্রচণ্ড ভিড়।
পদ্মা সেতু চালু হওয়ায় পিকনিক স্পটে দর্শনার্থী বেড়েছে জানায়- সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের ম্যানেজার।এদিকে, নেত্রকোনার পৌর-শহরে বিনোদন কেন্দ্র কিড্ডি কিংডম পার্কে ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে শিশুদের নিয়ে যান অভিভাবকরা। ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে।
স্বল্প পরিসরে তৈরী এই পার্কে আগামী বছর আরও নতুন রাইড যোগ করার কথা বললেন পার্কের মালিক।
রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় এখন উন্নতমানের বিনোদনকেন্দ্রে গড়ে উঠছে। দর্শনার্থীদের সাড়াও মিলছে ব্যাপকহারে।





















