সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডালে ঝুলন্ত নবজাতক উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম- কাকশিয়ালীর রাস্তার পাশে একটি শ্মশানের পাশে ব্যাগের ভেতর গাছে ঝুলন্ত ছিল শিশুটি। পথচারীরা দেখতে পেয়ে ব্যাগটি নামিয়ে দ্রুত শিশুটিকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে শুরু হয় চিকিৎসা। এদিকে, চমৎকার চেহারার ওই শিশুটিকে দত্তক হিসেবে পাওয়ার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ অনেকেই আবেদন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।



















