সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দফতরে এক প্রেস ব্রিফিং এ বিজিবি জানায়, সকালে সীমান্তে টহল দিচ্ছিলো বিজিবির একটি দলটি । এ সময় একই সড়কে দু’জন বিজিবি সদস্যদের দেখে মোটর সাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে মোটর সাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। যার ওজন চার কেজি ৬৭০ গ্রাম।স্বর্ণ পাচারকারীদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানানো হয়।