সাঁতারে রেকর্ড করে শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক যাত্রা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাঁতারে রেকর্ড করে শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক যাত্রা। ৫০ মিটার ফ্রি-স্টাইলের হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।
ক্যারিয়ার সেরা টাইমিং করে ৮ প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন আরিফুল ইসলাম। তিনি সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড। এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ টাইমিং করেছিলেন তিনি। যা এবার ভেঙে দিলেন টোকিও অলিম্পিকে। নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন জুনাইনা। তিনি সময় নিয়েছেন ২৯.৭৮ সেকেন্ড। জুনাইনার আগের সেরা টাইমিং ছিল ৩০.৯৬ সেকেন্ড। এদিকে, নারীদের ২০০ মিটারে দক্ষিণ আফ্রিকার শোয়েনম্যাকার আর ১০০ মিটারে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাকওন।