সহিংসতা বন্ধ না করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার মতো সহিংসতা বন্ধ না করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতালে জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। গুজব ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধেও নাশকতার চেষ্টা করা হচ্ছে। এ সময় হেফাজতের পেছন থেকে অন্য কেউ উসকানি দিচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে, এ ধরনের নাশকতা থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।