সহিংসতায় উস্কানি দিচ্ছে সরকার : রাজশাহীতে দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনা আওয়ামী লীগের পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের বিষয়টি যাতে আলোচনায় না আসে, সেজন্যই তারা সাম্প্রদায়িক সহিংসতায় উষ্কানি দিচ্ছে ও নাটক করছে। এমন নাটকের জন্য আওয়ামী লীগকে নোবেল দেয়া উচিত বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের জেলাভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। দুলু আরও বলেন, নির্বাচন বিহীন সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সভায় রাজশাহী বিভাগের সকল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।























