সহিংসতার আশ্রয় নিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও পরাজয় বুঝতে পেরে সহিংসতার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে, ইভিএম মেশিন ভেঙ্গে দিয়েছে, কিন্তু নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য বিএনপি’র যেভাবে মাঠে থাকার প্রয়োজন ছিল, সেভাবে তারা ছিল না। বিএনপি’র অভিযোগগুলো গৎবাঁধা উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বেশিরভাগ কেন্দ্রে বিএনপির এজেন্ট যায়নি। তবে করোনার কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিল। বিচ্ছিন্ন সংঘর্ষ ও অনিয়মের যে অভিযোগ উঠেছে– তা এ উপমহাদেশের নির্বাচনী সংস্কৃতি অনুযায়ী বড় কোন ঘটনা নয় বলেও উল্লেখ কর