সহনশীলতার মধ্যে থেকে করোনার সংবাদ প্রকাশ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান

- আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, বসুন্ধরা আইসোলেশন সেন্টার উধাও করে দেয়া হয়নি। প্রয়োজন না হওয়ায় যন্ত্রপাতিসহ বিভিন্ন সরঞ্জাম নানা হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সহনশীলতার মধ্যে থেকেই করোনার সংবাদ প্রকাশ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।
সম্প্রতি করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে গণমাধ্যমে প্রকিশিত রিপোর্টের প্রতিবাদ জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল এই সংবাদ সম্মেলন। এতে করোনা টিকার মজুদ, সরবরাহসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহামপরিচালক বলেন,সাংবাদিকদের নেতিবাচক প্রতিবেদনের কারণে চিকিৎসকরা করোনাবিরোধী যুদ্ধে মনোবল হারাচ্ছেন। এজন্য গণমাধ্যম কর্মীদের সহনশীল হয়ে সংবাদ প্রচার করার আহবান জানান তিনি। এ সময় বসুন্ধরা আইসোলেশন সেন্টার উধাও হয়নি বলেও দাবি করেন।
এই মহামারির সময় গণমাধ্যম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ দেশের সকল স্তরের মানুষকে স্বাস্থ্য অধিদপ্তরের পাশে থাকার অনুরোধ জানান তিনি।