সহজ শর্তে বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতি আহবান

- আপডেট সময় : ০২:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সহজ শর্তে বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি । প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গীকার আছে বলেই, দেশের ধারাবাহিক উন্নয়নে ভূমিকা রাখতে পারছে সরকার । বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের দু’দিনের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী ।
“ইফেকটিভ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শ্লোগান নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি আয়োজন করেছে ২ দিন ব্যাপি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম ২০২০ বৈঠক। ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অংশ নেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেনসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও প্রায় অর্ধশত উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি।
বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের অগ্রগতি ও অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব বেশি শর্ত না দিয়ে এ উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করতে সংস্থাগুলোর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে সহায়তার প্রতিশ্রুতি দিয়েও তা পুরণ করেনি দায়ী দেশগুলো, এমন আক্ষেপও করেন প্রধানমন্ত্রী।ফোরামে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনার একটি ক্ষেত্র তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।