সরবারহ কম থাকায় গাইবান্ধায় পেট্রোল ‘সংকট’
- আপডেট সময় : ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সরবারহ কম থাকায় গাইবান্ধায় ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলের ‘সংকট’ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছে যানবাহন চালকরা। ফিলিং স্টেশনে তেল না পেয়ে অনেকে আবার বেশী দামে কিনছেন দোকান থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের ডিপো থেকে সরবরাহ কম থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
গাইবান্ধায় হঠাৎ করে বেড়েছে জ্বালানী সংকট । গত এক সপ্তাহ থেকে এটি তীব্র আকার ধারন করেছে। এতে বেশী ভোগান্তিতে পড়েছে পেট্রোল চালিত মটর সাইকেল, কার,মাইক্রোবাস ও জেনারেটর ব্যবহারকারীরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। এমন অবস্থায় প্রশাসনের নজরদারী চান তারা।
ফিলিং মালিকেরা বলছেন স্টেশন গুলোতে দৈনিক পেট্রোলের চাহিদা রয়েছে প্রায় পাচ থেকে ছয় হাজার লিটার। কিন্তু তারা পাচ্ছেন দুই থেকে তিন হাজার লিটার। পেট্রোল ডিপোতে যোগাযাগ করলে তেলের ঘাটতি রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
তবে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
এদিকে হঠাৎ করে এমন পেট্রোল সঙ্কটের খবরে দু:চিন্তায় আছেন ব্যবহারকারীরা। তারা বলছেন পেট্রোলের দাম না বাড়িয়ে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।










