সরকার হটানোর আন্দোলনে ডান-বাম মিলেমিশে একাকার : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
বিরোধীদের আন্দোলন পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ, সরকার হঠাতে আন্দোলনে অতি ডান, অতি বাম মিলে মিশে একাকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে পৈত্রিক বাড়ী নোয়াখালীর বসুরহাট এলাকায় মা-বাবার কবর জিয়ারতের উদ্যেশ্যে বাড়ী যাওয়ার পথে যাত্রা বিরতিকালে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন তিনি। কাদের আরো বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তত্বাবধায়ক সরকার পাকিস্তান ছাড়া অন্য দেশে নেই। সবশেষে বিএনপি নির্বাচনে আসবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।























