সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। পিরোজপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সকালে পিরোজপুরের নাজিরপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শুকনো খাবার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদী।