সরকার নিজের স্বার্থের জন্য অর্থনীতি ধ্বংস করে দিয়েছে : মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সকালে রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নেতা রেজাউল করিম পলের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। মঈন খান বলেন, দেশের কোথাও গণতন্ত্র নেই, সরকার নিজের স্বার্থের জন্য অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনা আওয়ামী লীগ।সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও, কাজে তার কোনো প্রমাণ নেই।