সরকার ক্ষমতায় টিকে থাকতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
অনির্বাচিত সরকার ক্ষমতায় টিকে থাকতে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করেই জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তোলার কথাও জানান বিএনপি মহাসচিব।
৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ছিল দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়।
নেতাদের সাথে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময়, দেশকে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার স্বপ্ন এবং বর্তমান বাস্তবতার তুলনামূলক চিত্র তুলে ধরেন তিনি।
হামলা-মামলা দিয়ে সরকারবিরোধী গণজোয়ার বন্ধ করা যাবে না বলেও হুশিয়ারি দেন, বিএনপি মহাসচিব।
দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠন।