সরকার ওয়াসার পানির দাম অন্যায় ভাবে বাড়ানোর পরিকল্পনা করছে : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮২৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা মুক্ত হবার পর আন্দোলন আরও গতি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, চলমান আন্দোলন বাধা সৃষ্টি করতে তাদের গ্রেফতার করা হয়। আলাপ-আলোচনার মাধ্যমে শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। সরকার ওয়াসার পানির দাম অন্যায় ভাবে বাড়ানোর পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, গত ১৬ বছর ধরে মানুষ গণতন্ত্র নয় স্বৈরশাসনে পৃষ্ঠ, বাংলাদেশের সীমান্ত এখন অশান্ত, জ্বলছে আগুন। দেশের আইন বিভাগের সবাই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।