সরকার ইচ্ছে করলেই বাজার নিয়ন্ত্রণ করতে পারে : জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
সরকার ইচ্ছে করলেই বাজার নিয়ন্ত্রণ করতে পারে। আর তা করতে না পারাটা সেটা সরকারের ব্যর্থতা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয়া, বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
লালমনিরহাটে কালমাটি দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন শেষে জিএম কাদের আরও বলেন, ধর্মীয় উত্সব উপলক্ষে পৃথিবীর অন্যান্য দেশে যখন দ্রব্যমূল্যের দাম কমানো হয়, তখন ব্যতিক্রম বাংলাদেশে। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার খুনিয়াগাছ, হারাটি ও মহেন্দ্রনগর ইউনিয়নে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও রাস্তার উদ্বোধন করেন বিরোধিদলীয় উপনেতা। তিনদিনের সফর শেষে আজ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।