সরকারের রাঘববোয়ালদের জন্য বাজেট হয়েছে : ডা. জাফরুল্লাহ চৌধুরী

- আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদে দেন তিনি। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।
রাজধানীতে “একজন নাগরিকের দৃষ্টিতে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা সভায় আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন গণস্বাস্থ্যের এই ট্রাস্টি।
অপ্রয়োজনীয় খাতে বাজেট বরাদ্দ নিয়ে সরকারের সমালোচনা করেন অধ্যাপক রাশেদ আল তিতুমীর। দাবি জানান, দেশে নতুন কর্মসংস্থান বাড়ানোর।
নৈতিকভাবে এই সরকার বাজেট ঘোষণার ক্ষমতা রাখে না বলে মত দেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
মেগা প্রকল্প বাস্তবায়নের নামে অর্থলুটতরাজ চলছে, এই অবস্থা চলতে থাকলে দেশকে শ্রীলঙ্কার মতো অবস্থানে নিতে চায় সরকার, মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
জনগণের স্বার্থে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন আলোচকরা।